আমি আগন্তুক
পৃথিবীর নাট‍্যশালায়
তোমাদের কৌতুক।
আমি উত্তর অনন্ত জিজ্ঞাসার
আমি ছন্দ দোদুল হিয়ার।
জীবনের প্রেমে পাগল আমি
আমার য‍ৌতুক আনন্দ ;
নাচি আমি কৌতুক করে
পাগল আমার ছন্দ।
আমার নিত্য নবীন বেশ
কখনও চঞ্চল আমি
কখনও শান্ত আমি বেশ।
আমি কখনও ধ্বংস কখনও মৃত্যু
এ যে ভয়ংকরের লীলা ;
করোনার বেশে চলি আজকাল
মরণের বিভীষিকা।