দরিদ্র আমি নই দুর্বল
কারও অত‍্যাচার সহ‍্য করব না ;
তরোয়ালের ধারের মত
ধারালো আমি কাউকে
কুর্ণিশ করে চলব না।
আমি সিংহবাহিনীর সিংহ
দস্যুর হাত কামড়িয়া ধরি
করে দিই তারে অথর্ব।
আমি কৃষ্ণের হাতের চক্র
অন‍্যায়ের জাল কেটে
করি খান খান
আমিই ভাগ্য চক্র।
দুর্বল যখন সবলের হাতে
নিপীড়িত হয় ধর্ম মানে না
আমার চক্র শাস্তি দেয়
সবল বোঝে না।
আমি মা দূর্গার হাতের ত্রিশুল
দস্যুদের সাথে করে হানাহানি
করব ওদের নির্মূল।
আমি যুগ যুগ ধরে
সঞ্চিত ব‍্যথা গরীবের ;
সে ব‍্যথার আজ হোক অবসান
জাগ্রত প্রাণ মানুষের।
হতে চাই আমি ভীম ঘটোৎকচ
বিস্ময় এ যুগের ;
অগ্নিদেবের পূজারী আমি
সৃষ্টি করব দ্রোহ আগুনের
গরীবের একতায় ভুবন কাঁপে
যজ্ঞ হয় নৃসিংহের।