আমি মানব সূর্য পুত্র সূর্যের ঔরসজাত
পৃথ্বী আমার মা সুদর্শনধারী আমার পূজ্য।
গগন ভেদ করে মস্তক আমার
চন্দ্রে গিয়ে ঠেকেছে,
বাতাস থমকে যায়
যে গ্ৰহে আমার পা পড়ে।
আমি অনন্তের অংশ আমি দুর্বার
আমি অসীম,
শ্রীকৃষ্ণের নির্দেশে  আমার চলা
ব্রহ্মাণ্ড তার অধীন।
আমার আত্মা তারই অংশ
বিবেক চালন করে
মন আমার রথের সারথি
বিশ্বব্যাপী বিচরণ করে।
ভুলে যাই কভু তাঁর অস্তিত্ব
যখন নীচতা ঘিরে ধরে,
আত্মশক্তির অভাব হলে
ক্ষুদ্র ভাবি নিজেকে।