আমি ঝড়! আমি ঝঞ্ঝা
আমি যঞ্জধ্বংসকারী;
আমি মহামারি মৃত্যুর দূত
কালভৈরবের দ্বারী।
বিজ্ঞান পায় না সন্ধান মোর
আমি প্রলয়ঙ্কর আমি বিনাশী‍;
যখন পাপের ভারে পৃথ্বী কাঁপে
তখন বাজে আমার রণভেরী।
আমি উন্মাদ নাচি কালভৈরবের ছন্দে
আমি ধ্বজা উড়িয়ে চলি
মরণ থাকে সঙ্গে।
মহাকালীর পূজারী আমি
রক্তবীজে ধ্বংস করি
চণ্ড মুণ্ড নৃসিংহের আমিই হত‍্যাকারী।
ভগবানের ঘরে পাপীদের রাজ
চলতে দেব না আমি ;
হুহুংকারে কাঁপাই মেদিনী
দেবী দূর্গার বাহন আমি।
যখন দূর্গা দেবীর আগমন হয়
আমি থাকি তাঁর সাথে;
দৈত্যের হাত কামড়ে ধরি
অবশ করে দিই তাতে।
মৃত্যুরে ডেকে আনি আমি বজ্রনিনাদে
মহিষাসুরের মৃত্যুর শোকে
দৈত্য কুল মরে কেঁদে।
আমি কখনও অশান্ত হব না কভু শান্ত
যতদিন না দুষ্টের দমন হবে
আমি চক্র দেবতার হাতে বিরাজি আমি
শত দৈত্যের মাথা কাটি
ভৈরব আমার আরাধ‍্য
ভূত প্রেতে করি সঙ্গী।
দুষ্টজনেরে সংহার করি
বলীরাজে করেছি বন্দী।