মনটা আমার সোনা সোনা
কেন মেঘ জমেছে ;
কালোয় ভরল মেঘ
কাঁদতে লেগেছে।
জীবনটা মধুর মধুর
যেন মহুয়া খেয়েছে ;
ভালোবাসার দুনিয়াতে
ভালো  বাসতে শিখেছে
মেঘের ঝরা জলের ধারায়
আনন্দ এসেছে।
মানুষ কত ভালোবাসে
ভালোবাসায় খুশির
বান ডেকেছে ;
হৃদয়ের সঙ্গে হৃদয়ের
মিলন হয়েছে
জটিলতা কুটিলতার
অবসান হয়েছে।
শান্তিময়ী এসে এবার
শান্তি এনেছে ;
মিথ‍্যুক দুরাচারী
পালিয়ে গিয়েছে।
খুশি খুশি খুশির দিনে
মনটা সোনা সোনা করেছে
জীবন যেন খুশির টানে
আনন্দ ডেকেছে।