চারিদিকে মোর নিষেধের বেড়া
যেন বন্দীশালার বন্দী;
প্রহরী রয়েছে দাঁড়ায়ে সেথায়
পালাবার নাইক ফন্দি।
এ বেড়া দিন দিন শক্ত হয়েছে
পাকা প্রাচীরের মতো;
মুক্ত হাওয়া প্রবেশ পায় না
বাধা দেয় প্রহরী শত।
মনে লয় বুঝি এটাই নিয়ম
চাই না মুক্ত হাওয়ার;
তাই সুস্থ থাকিনি অসুস্থ বাতাসে
ভঙ্গি সুস্থ থাকার।
কি জানি কি হল আজি
মনে আফসোস হল
কেন এতো নিষেধের বেড়া
খোল নিষেধের দুয়ার খোল।
বেড়ার ওপাশে আছে আলোর দেশ
মুক্ত হাওয়া তারই সনে;
বন্দীশালার অন্ধকূপে ছিল না মুক্তির স্বাদ
আলোবাতাস ছিল না সেখানে।
কত রকমের মানুষ দেখি
ভ্রাতৃপ্রেমে সাথে থাকে ;
বিচিত্রের মাঝে একের মন্ত্রে
সবাই বিরাজে।
ভেঙেছে দুয়ার বন্দীশালার
এসেছে জ‍্যোতির্ময়;
সখ্যতার বাণী ভ্রাতৃত্বের বাণী
এনেছে আনন্দময়।