যখন ডাকবে আমায় খেলার ছলে
যাব না হোথায় ;
ও খেলা ত মনের খেলা
অনুরাগ কোথায়।
যখন বাজবে তোমার মোহন বাঁশী,
কদমতলায় দাঁড়াব আসি;
খুঁজব তোমায় চারিপাশে
মিথ্যে হবে আমার খোঁজা তোমার তরে।
ডাকবে বাঁশী রাধা বলে আমায়
ডাকবে না ;
তাই ডেকো না আমায় তুমি
আমি আর যাব না।
রাঁধব বাড়ব কেশও বাঁধব
কিন্তু হোথায় যাব না ;
হোথায় গিয়ে রাধাকুঞ্জে ব‍্যাঘাত
ঘটাব না।
ভুবন ভরবে তোমার সুরে ;
সুরের মায়ায় পড়বে বাঁধা
গোপিনীকুলে।
আমি থাকব উদাস হয়ে ;
পশবে সুর মোর হৃদয়ে ;
তবুও ত আমি যাব না ;
ওই সৃষ্টিছাড়া বাঁশীর সুরে
আর ত ভুলব না।
পূজব তোমায় নাথ বলে,
হিয়া তখন উঠবে দুলে।
তোমার আশীষ লয়ে মাথে
সিংহাসনে বসাব তোমাকে।
শুধু কদমতলায় গিয়ে আমি
গান গাইব না ;
তাই ডেকো না গো আমায় তুমি
ডেকো না।