আর নাইক বেলা
সন্ধ‍্যা বেলা অবনীতে
হয়তো সূর্য অস্ত যাবে পশ্চিম আকাশে
তার আয়োজন হবে এবার দিকে দিকে
আঁধার উঁকি দিয়ে যাবে
গোধূলি লগনে।
সান্ধ্য প্রদীপ জ্বলবে দূরে
সান্ধ‍্য তারা জ্বলবে আকাশে ;
আঁধার আসবে ঘন হয়ে
বাতাস যেন যাবে থেমে
হারিয়ে যাব কোন সুদূরে
কেউ তো জানবে না ;
তখন কৃষ্ণের বাঁশী বাজবে না।
দেহ আমার থাকবে পড়ে
এই ধরণীর মাটির টানে
ডোমের হাতে পুড়বে দেহ
আমি যাব তোমার অন্বেষণে।
ঊর্ধ্বে উঠবে অগ্নিশিখা
উঠবে যেন ধূম্র রেখা
তার সাথে যাব আমি তোমার দরশনে।