যখন জীবন নদী
মিশবে সমুদ্রের মোহনায়;
অজানায় মিশে যাব
থাকব না হেথায়।
তরঙ্গের বাঁকে বাঁকে
ছিলাম কত রঙ্গে সুখে ;
সে সব কথা পড়ে মনে
প্রলয়ের বেলায়।
কলস্বরে বয়ে যেতাম
জীবনের প্রভাত বেলায়
তৃষ্ণা মিটিয়ে নরনারীর
ফসল ফলিয়ে যেতাম যে তায়।
এমনি করেই চলত জীবন
রঙ্গ রসে ভরা য‍ৌবন,
উত্তাল তরঙ্গ সাথে
উদ্ধত আমার মন।
এখনো চলেছি শ্লথগতি
সমুদ্রের ডাক শুনতে পাচ্ছি
জীবন নদীর জীবনে কখন
আসবে প্রলয়
সেই অপেক্ষায় আছি।