অর্থনীতির জালে আবদ্ধ আমরা বিশ্ববাসী;
মুক্তি নাই কারও তবুও স্বাধীন
অর্থই মাপকাঠি।
জীবনের সুখ তাহারাই পায়
অর্থবলে যারা ধনী ;
নির্ধন যারা খেটে মরে
তারা কেবল পরিশ্রমী।
মানুষে গড়িলে তুমি ভগবান
সাম‍্যের করনি সৃষ্টি ;
জগতের লোক করে হানাহানি
অর্থের হয় না বৃষ্টি।
যে যত পায় আরও বেশী চায়
চাওয়ার শেষ হয় না ;
সাম‍্যের ভাবে বেঁটে না নিলে
দুঃখের শেষ হয় না।
প্রকৃতি গড়েছে উচ্চ পাহাড়
গভীর জলসমুদ্র;
সাম‍্যের স্থান হয় না কভু
অসাম‍্যের সাম্রাজ্য।
যোগ্য লোকের ফল লাভ
হয় আপন কর্মবলে;
অর্থ আসে তারে করে শোভা
অর্থনীতি তাই বলে।