জীবন নদীর জলোচ্ছাসে
ঢেউ ভেঙ্গে পড়ে ;
তবুও ত আশার খেয়া
অনুক্ষণ চলে।
আশা মোদের জীবন সাথী
আনে মনে চলার গতি ;
সে ত দেখায় রাস্তা আমায়
লক্ষ্য পূরণ করি।
জীবন যখন মন্দ্রিত হয়
শোকে অথবা দুঃখে;
পথ খুঁজে না পাই মোরা
শোকে অথবা দুঃখে;
পথ খুঁজে না পাই মোরা
আঁধার ছায় সংসারে।
আশা খোঁজে জীবনপথ
নতুন যাত্রার সন্ধানে ;
সফল হবার মন্ত্র শোনায়
আশা মোদের মনে।
ত্রিভুবনে ঘরে ঘরে
আশার বাতি জ্বলে
আশা সবায় উদ‍্যোগ শেখায়
মনকে দ‍ৃঢ় করে।