আত্মার কভু হয় না শেষ
এমনি তোমার লীলা
শুধু জীর্ণ হলে পোশাক বদলায়
এসব তোমার খেলা।
চলতে চলতে কত সাথী আসে
কত সাথী চলে যায়
হারিয়ে যায় না রূপ বদলায়
হারানোর ভয় মিথ্যে সাতায়
কর্মের ফল সকলেই পায়।
তুমি মোদের দিয়েছ যে দান
তাই নিয়ে খুশী আমাদের প্রাণ
কত গিরি প্রান্তর পার হয়ে যাই
তোমার নির্দেশে হে মহান।
তোমার পরশ জাগায় হরষ
হারায় সব সীমা
নতুন পোশাকে নতুন জীবনে
এসে করলাম জানাশোনা।