জীবন কি আত্মা জীবের
শরীর কি তার সারথি?
ধর্ম আদর্শের দর্পণ
নিত্য দিনের সাথী।
জীবন যাত্রার পথ অনন্ত
লক্ষ্য তার মোক্ষ,
শরীরের পর শরীর বদল হয়
খালি বোতল পূর্ণ করার মতো,
আত্মা অবিনশ্বর তার বিনাশ হয় না
দেহ পিঞ্জরে থাকে আবদ্ধ।
সুখ দুঃখ শরীর সয়
আয়ু তার সীমিত,
দেহ নাশ হলে আত্মা অন্য দেহে
রূপ ধারন করে
মনে হয় যেন নতুন বস্ত্র পরিহিত।।
পাপ পূণ্য বিবেক বলে দেয়
সে তো আত্মার সাথী
দুনিয়ার হাটে বিকবার আগে
তারি নির্দেশে চলি।