বাবুদের সাহেবিয়ানা
পড়তে বললে বলবে,"না না";
মোটরগাড়িতে আনাযানা
মাষ্টার ভয়ে কিছু বলে না ;
বাপের আছে মুন্সীয়ানা
ফেল করলেও ফেল বলে না।
সরকারি চাকরি পাকা করে
বসে আছে খুঁটির জোরে,
মন্ত্রীমশায় ডিগবাজি খায়
উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে ;
লখখি ছেলে কেঁদে মরে
এ‍্যাদ্দিন ছিল অন্ধকারে
বড়ো ভালো স্বপ্ন দেখেছিল;
এখন সবই ভেস্তে গেল ;
মা বাপের আশা টুটল
অকর্মণ‍্যরা কর্ম পেল;
আর যে সবাই বোকা ছিল
উঁচু আশার বড়ো হবার
মন্ত্রগুলো গুলিয়ে ফেলল।
বড়ো বড়ো নেতা আছে
ভাষণবাজি করছে মিছে;
দেশের উন্নয়নের জন্য
অনেক ভেবেছে ;
এটাই হলো উন্নয়ন চিত্র
সবেরে করে প্রসন্ন চিত্ত;
বগলের নীচে ওরা ছুরি
লুকিয়ে রেখেছে।
শিক্ষিতরা বোকা ছেলে
বেকার বলে ঘেণ্ণা করে
নেতারা কত ডিগ্রী খরিদ করেছে;
দেশের উন্নয়ন চিন্তা করে
বেকারত্ব বাড়িয়েছে।
উন্নয়নের টাকাগুলো
কোথায় গেল কেউ কি জানল?
তবুও ত নেতা হয়ে
বাবুয়ানা করেছে।