দৌড় দৌড় দ‍ৌড়
রাজপথে দৌড়ায় এক শিশু ;
পাগলা ঘোড়া দৌড়ায় পিছনে
হুঁশ নাই তার কিছু।
অনেক লোক ধরতে চেষ্টা করল
পাগলা ঘোড়া মানল না ;
সমস্ত প্রয়াস বৃথা গেল
শিশুর জন্য আশঙ্কা।
হল্লা শুনে ঘোড়ার গতি
আরও বেড়ে যায় ;
অবোধ শিশু কিছু বোঝে না
লোকে করে হায় হায়।
কিশোর যতীন লাফিয়ে উঠে
ঘোড়ার পিঠে চাপল;
পাগলা ঘোড়া বশ মানে না
ফেলে দিতে চাইল।
অনেক লড়াই করে তবে
ঘোড়া বশ মানল;
ধন‍্য ধন‍্য করল সবাই
শিশুর প্রাণ বাঁচল।