কলকাতার আপার সার্কুলার রোডে
একটি সংস্থা স্থাপিত হল;
লোক আসে যায়
কেন আসে কোথায় যায়
সব অজ্ঞাতই রয়ে গেল।
বিদ্রোহের প্রবল আগুনে
বাংলা তখন জ্বলছে;
ধরপাকড় শুরু হয়েছে
কিন্তু কেউই জানে না
এ আগুন কোথা থেকে এল;
কেন দাবানলের মতো
এতো স্বদেশপ্রেম জাগল
সারা বাংলায় কি করে ছড়াল।
সব বিপ্লববাদের কেন্দ্র ছিল
কলকাতার ওই সংস্থা।
সেখানে অরবিন্দ ছিল কর্ণধার
নায়ক যতীন ছিল সবার বাড়া।
উনিশ আট  সাল
অস্ত্রকারখানার এক বিপ্লবীকে
পুলিশ ধরে ফেলল;
তার কাছে ওরা যতীনের
নাম জানল।
সাজ সাজ রব পড়ে গেল
পুলিশ মহলে
গভর্নরের সচিব সে ও
বিদ্রোহীদের দলে!