শীতের রাত ধোঁয়া ধাঁয়া
একলা পথিক চলেছে গাঁয়ের পথে ;
তখন মাঝ রাত আঁধার ভুবন
নিঃশব্দ নিঝ্ঝুম ঝিঁ ঝিঁ ডাকে।
গা ছমছম তবুও নির্ভীক
ডাক এসেছে দেশের কাজে ;
ভাঙতে হবে কারার দ্বার
শৃঙ্খলিত জননী ডাকে।
চলেছে নির্ভীক ভাঙা কুটিরের দিকে
আটজন আরও ছিল সেই ঘরে।
প্রথমে তারা বীর শহীদ বিরেন্দ্র নাথকে
পুষ্পমাল‍্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি দিল,
আঠারো বছরের সেই শহীদের
পথ অনুসরণ করবার শপথ নিল।
কারাগারে যতীনের ওপর
অত‍্যাচারের সীমা ছিল না ;
স্বীকারোক্তি করানোর
চেষ্টার ত্রুটি ছিল না।
কিন্তু যতীন ছিল দেশপ্রেমিক
বীর নায়ক বিপ্লবীদলের;
ছিল অসীম সাহস সহিষ্ণুতা
ছিল পাহাড়ের।
বাঘা যতীন বলত---"আমরা মরব
দেশ জাগবে"।
জাগ রে জাগ রে তোরা
দেশমাতৃকার আহ্বানে
জাগ রে তোরা শপথ নিয়ে
স্বাধীন হবার স্বপ্ন নিয়ে।