ইংরেজ বাহিনী
দিবস রজনী
যতীনের খোঁজে ছুটল;
কোথাও না পায়
খোঁজা বিফলে যায়
শাসকদলের কালঘাম ছুটল।
বালাশোরে এক নদীর ধারে
রামানন্দ সাধু আশ্রমে থাকত
চার শিষ্য তার গেরুয়া পরে
রামনাম করে আনন্দে ছিল ;
গ্রামবাসিদের রোগ শোকে
সেবা করত হোমিওপ্যাথি ওষুধ দিত।
জার্মান থেকে অস্ত্র জাহাজ
সেখানেই আসার কথা ছিল ;
সে অস্ত্র জাহাজ মাঝরাস্তায়
ইংরেজেরা সন্ধান পেল।
তাই তারা ফিরে গেল
অস্ত্র শস্ত্র জলদস‍্যুকে বিক্রি করল।
আরও কিছু অস্ত্র জাপান দিল
রাসবিহারী বোস আর অবনী
মুখার্জির নির্দেশে;
যতীনের দল তৈরী হল
রইল সময়ের অপেক্ষাতে।