"সেদিন উঠেছিল রঙিন সূর্য
যতীনের ডাকের সাথে;
দিগদিগন্ত হলো উদ্ভাসিত
মরণের সূচনাতে।"
সাধু রামানন্দ খবর পেল
টেগার্ট আসছে ধেয়ে
সাধুকে লক্ষ্য করে
বিরাট বাহিনী সাথে।
যতীন আদেশ দিল চার শিষ্যরে
ঘরে ফিরে যেতে ;
কিন্তু যতীনের স্বদেশ প্রেমে
উদ্বুদ্ধ বিপ্লবী মরণকে নিল বেছে।
সাঁতার কেটে ওরা বুড়ি বালামের তীরে
শুকনো ডোবায় আশ্রয় নিল;
ইংরেজ বাহিনী এল যেন
তুফানের গতি পেল।
তখন যুদ্ধ হলো শুরু ;
একদিকে ছিল ইংরেজের বিরাট বাহিনী
অন্যদিকে ছিল যতীনের পাঁচ বিপ্লবী
ওদের এগিয়ে আসা হলো শুরু।
প্রবল যুদ্ধ তিন ঘণ্টা চলল
কিন্তু বিপ্লবী নীরেন পিপাসায় মরছিল
তাই রক্তমাখা শার্ট উড়িয়ে
যতীন যুদ্ধবিরতি ঘোষণা করল।