আমায় কেন বন্দী করেছ
মোহমুগ্ধ বেড়াজালে ;
স্বাধীন ছিলাম ভালোই ছিলাম
হেসে খেলে।
কোথা থেকে শৃঙ্খল এনে
দিলে আমার গলে;
করলে বন্দী হলাম বন্দী
এ কেমন ছলে।
মোহমায়ায় জড়িয়ে নিয়ে
আমার দীর্ঘশ্বাস উঠছে
তোমার এ খেলায়
আমার জীবন যেন ক্ষুব্ধ হয়েছে।