বাঙ্গালীর ছেলে বিজয় সিংহ
শ্রীলঙ্কা করে জয়,
সিংহল নামে রেখে গেছে
বাংলা ভাষার পরিচয়।
রবীন্দ্রনাথ বাংলা ভাষায়
নোবেল করল জয়;
বিশ্ব তখন মুগ্ধ হয়ে গাইল
বাংলা ভাষার জয়।
বাংলা ভাষায় কাজি নজরুল
বিদ্রোহের ধ্বজা উড়াল ;
একুশে ফেব্রুয়ারি বাংলাদেশে
রক্তরঞ্জিত বাংলা জিতল।
নেতাজী সুভাষ শহীদ খুদিরাম
আরও শত শত বাঙ্গালী ;
বাংলা ভাষায় উদ্দীপ্ত হয়ে
মুক্তি যুদ্ধে শহীদ হল।
বাংলা মোদের ভাষা,
তাই ত গর্ব করি,
মোদের প্রাণ ভালোবাসা
তারই জন‍্য মরি।
বাংলা ভাষা,তুমি ধন‍্যা;
বিশ্বের মাঝে তুমিই অনন‍্যা।