রঙিলা ও রঙিলা
বাঁশিটি তোমার বাজিয়ো না ;
ও বাঁশির মায়ার রাগে মুগ্ধ হয়ে
ভুল রাস্তায় যেও না।
অর্থনীতির নেশায় বদ্ধ মানব
অর্থের নেশায় রাস্তা ভুলে যায় ;
বাঁশি বাজাও নতুন সুরে
সুন্দরের জয় গায়।
বাঁশির গানের মধুর সুরে
নেশা হয়ে যায় ;
তাই বাজিয়ো না তোমার বাঁশি
ও যে চেতনহারা করে দেয়।