ও বাউল বাউল রে আমার
একতারাতে বোঝাস রে তুই
সংসারের ভার।
মন যখন বাউরি হয়ে
উদাস হয়ে যায়
উথালপাতাল নদীর ঢেউয়ে
দু পাড় ভেঙ্গে যায় ;
কষ্ট করে গড়া বাড়ি
নদী গ্রাস করে নেয়
একতারা বাজিয়ে বাউল
শোকের জানান দেয়।
অমন করে কেঁদে কেঁদে
ভগবানরে জানায়।
জীবের কষ্ট বাড়িয়ে দিয়ে
ভগবান থাকে স্বর্গের ঘরে
আমরা কষ্টে থাকি ভয়ে মরি
কি উপায় করি।
চঞ্চল কন্যা হলুদ বর্ণা
বন‍্যার প্রতাপে আমরা ভাসি রে
ভেসে গেল কত জীব
পুল ভেঙ্গে দিগবিদিক
সমুখে যা পায় নিয়ে যায় রে।
ধ্বংসের আনন্দে
নদী নাচে ছন্দে
জীবের দুঃখে খিলখিল হাসে রে;
নির্দয় নদী আজ
নাই ব‍্যথা নাই লাজ
কতদিন এইভাবে চলবে।।