বসন্তেরি ডাক এসেছে মনের বনে
গাছে গাছে ফুল ফুটেছে
মৌবনে আজ মৌ জমেছে
ভ্রমর এল গুনগুনিয়ে সবার সনে।
আনন্দেরি আসছে বাণ
মোদের মনে।
ত্রিভুবনে ঘরে ঘরে
যৌবন যেন উথলে পরে।
লাগল ভালো এই ভুবনে
পাহাড় পর্বত আর ঝর্ণধারা
মাঠে মাঠে সোনার ফসল
তৃপ্তি ভরা।
পলাশ ফুলের অপূর্ব রঙ
অভ‍্যর্থনা জানাল
বসন্তে খুশির হাওয়ায়
যৌবন ফিরে এল।
চারিদিকে শুধু খুশী খুশী
দুঃখ কোথাও নাই
মনের বনে যাতনা নাই
রুক্ষতা কোথাও নাই।