রাত নিঝ্ঝুম পাহাড়ি পথে
চলেছে সৈনিক বর্শা হাতে,
উঁচু নীচু ঐ পাহাড়ি পথে
চলেছে অশ্বপৃষ্ঠে।
চলতে চলতে পাহাড় তলিতে
ঘন অরণ‍্যের দেশে
সৈনিক যেন উধাও হল নিরুদ্দেশের পথে।
ফিরে গেল তারা যারা এসেছিল
সৈনিকের খোঁজে পাহাড়ি পথে।
সৈনিক চলেছে অজানা পথে
ঘন বনানীর গভীরে,
রাত্রি ঘনায় তারাদের সাথে
জোনাক জ্বলে ক্রন্দনে।
রাত নিশ্চুপ পদে পদে ভয়
জীবজন্তুরা আছে সাথে;
নির্ভীক ঐ সৈনিক চলেছে নিজস্বপ্ন নিয়ে।
তিন দিন তার আহার জোটেনি
শুধু চলেছে অশ্বপৃষ্ঠে
মেবার রাজ‍্য পরাধিন হলো রাণা চলেছে রণে
সহোদর ভাই বিদ্রোহ করে
শত্রু পক্ষে যোগ দিয়ে।
রাণার বীরত্বের খ‍্যাতিগান শুনে
ভাই হিংসায় জ্বলে ;
তাই সে যে ক্রোধে জ্বলে
খুনের পিয়াসী হয়েছে।
অজানা পথে চলতে চলতে
রাণার সামনে গভীর নদী এসেছে
ফিরবার পথে ভাই সৈন্য সাথে
রাস্তা রুদ্ধ করেছে।
মৃত্যু সামনে দেখে রাণা যুদ্ধের
প্রস্তুতি করে
তার বীরত্বে মুগ্ধ হয়ে ভাই
রাণার পায়ে পড়ে।