বেঁচে থাকা বড়ই জ্বালা
ও জ্বালার শেষ হয় না ;
মনের গতি কেউ জানে না
খুঁজতে গেলে কেউ পাবে না।
তাই মিথ্যে খোঁজাখুঁজি করে
ব‍্যতিব‍্যস্ত হয়ো না।
থাকব আমি সরল প্রাণে
কোনো জ্বালায় জ্বলব না;
তবু জীবন চলে জীবনের মত
মনের গতি ফুরায় না।
এবার বাঁচব মোরা মনের সুখে
মনের জ্বালার দেব জলাঞ্জলি;
হাসির ধ্বনি উঠবে গগন ভেদি
সুখ দুঃখের কোলাকুলি।