জীবনটা নয় শুধু উৎসব
নয় শুধু আনন্দের কলরব;
নয় শুধু নিয়ম মেনে চলা
শান্ত হয়ে ঘরের কোনে
কেবল বসে থাকা।
জীবন নদী বয়ে চলে নিরবধি
কখনও উচ্ছল তরঙ্গভরা;
আবার কখনও শান্ত নিস্তরঙ্গতা।
আমরা যখন নিয়মমতো
ঘরের কোনে বসে থাকি;
উচ্চাশা তখন ব‍্যঙ্গ করে
দুঃখের জীবনে হাসি।
আমাদের ছেলে বিজয় সিংহ
সফল বেনিয়মে চলে
আপন প্রতাপে লঙ্কা জয় করে
রচে ইতিহাস নতুন করে।
আকাশে জলে অন্তরীক্ষে
মানুষ অনেক আবিস্কার করল
ঘরের কোনে থাকলে বসে
সফল কি হতে পারত?
মানুষ যখন লক্ষ্য স্থির করে
আপন নিয়ম গড়ে ;
নতুন জীবন পায় তখন
সুখ আসে আপন করে।