জীবনের মরুপথে
চলতে চলতে
এক মরূদ‍্যান পেলাম ;
কাছে গিয়ে দেখি
শুন‍্যতা একি
শুধু শুষ্কতা পেলাম।
মরীচিকা জলহীন
তৃষ্ণা সীমাহীন
পিপাসা বেড়ে যায়
তাই শীঘ্রগতি গৃহ পানে ছুটি
জীবন রক্ষা পায়।
আরও একদিন চলতে চলতে
চলমান গাড়ির মত
পৌঁছে গেলাম জীবনের পথে
যেথা ফুল ফোটে শত শত।
এতো তোমাদের সমাজ
সভ‍্যলোকের বাসস্থান
সুন্দর আবাসন যেন ইশ্বরের দান।
সভ‍্যতায় তোমরা বড়
তোমাদের বড় বড় বাড়ি
ফুলের বাগান আছে সারি সারি
সে ফুলে কত কীট আছে ধরে
সে ত পূজায় লাগে না ;
মিথ্যে হয় সব সভ‍্যতার বড়াই
যে ফুল দেবতার পায়ে পড়ে না।