সন্ধ‍্যার একটু পরেই ফাঁসি হবে
দেশের মা আর রাজবন্দীরা কাঁদবে.
তার সাথে কাঁদবে সারা দেশ
তিনটি তাজা দেশভক্ত প্রাণ
দেশের জন্য বিসর্জন দেবে আপন প্রাণ।
তবু সময় থেমে থাকে না
চারিদিক ঘিরে নামল আঁধার
আলোর রেশ ছিল না।
জেলের অফিসার এল,সতর্ক করল
"তৈরী হও সময় আর নাই",
ভগত সিংএর হাতে বই ধরা ছিল
বলল,"এক পূর্বতন বিপ্লবীর সঙ্গে
চলছে সাক্ষাৎকার বিরক্ত কর না।"
আরও একটু পরে বই রেখে দিয়ে
তেজোদৃপ্ত কণ্ঠে বলল,
"আমি তৈরী অব চলিয়ে;"
সেলের দরজা খুলল
বেরোতেই সুখদেব আর রাজগুরুর
দেখা হল
প্রাণভরে ওরা আলিঙ্গন করল
তারপর উচ্চৈঃস্বরে স্লোগান দিতে থাকল
"সাম্রাজ্যবাদ মুর্দাবাদ
ইনক্লাব জিন্দাবিদ।"
সেই সঙ্গে জেলের সব বন্দী দর্শকবৃন্দ
এককণ্ঠে স্লোগান দিচ্ছিল ;
ইংরেজদের গদি তখনই
যেন হিলতে লাগল।