মৃত্যু খুব কাছে দাঁড়িয়ে
ভ্রূকুটি করছিল
যেন বিপ্লবীদের ভয় দেখাবার
চেষ্টায় ছিল।
কিন্তু মৃত্যুকে পদদলিত করে
ওরা এগোলো
সারা ভারত দেখল
সন্তানদল উদ্বেলিত হল
মরণের শপথ নিল
ভবিষ্যতের নতুন দেশভক্ত
নতুন বীরের জন্ম হল।
ফাঁসিকাঠে যাবার আগে
কালো পোশাক পরতে বলল।
তখন ভগত সিং প্রতিবাদ করল
বলল,"আমরা নই সাধারণ কয়েদি
তোমাদের রাজার সাথে যুদ্ধ করেছি
তাই রাজবন্দী হয়েছি।
কালো পোশাক এখানে
প্রযোজ‍্য হবে না
হ‍্যাণ্ডকাফ লাগানো চলবে না।"
প্রতিবাদের খবর ছড়িয়ে পড়ল
সকল মানুষ আনাকানি করতে লাগল।
বৃদ্ধ ওয়ার্ডার চতুর সিং
অনেক অনুনয় বিনয় করতে থাকল
তখন ওরা মেনে নিল।
চারিদিক থেকে "ইনক্লাব জিন্দাবাদ
সাম্রাজ্যবাদ নিপাত যাক"
ধ্বনির মধ্য দিয়ে ওরা ফাঁসির
মঞ্চে চাপল।
ভগত সিং অফিসারদের ডেকে বলল,
"ভারতীয় বিপ্লবীরা হাসতে হাসতে
জীবন দান করে
এ গর্বোন্নত দৃশ্য কখনও দেখেছ কি?"
দেখেনি ওরা কখনও ভাবেনি
তাই লজ্জাবনত শিরে ম‍ৌন হয়ে রইল।
তারপর ফাঁসির দড়ি পরিয়ে দিল।
তখন ভগত সিং বলল,"দু মিনিট সময়
আমাদের দাও
প্রাণপ্রিয় স্লোগান বলতে দাও"।
অফিসার নীরবে সম্মতি জানাল
সমস্ত জমিন আশমান ফাটিয়ে
জেল প্রাঙ্গন গমগম করে
আওয়াজ এল"ইনক্লাব জিন্দাবাদ
সাম্রাজ্যবাদ নিপাত যাক"।