উনিশ শ আঠাশ সালের ভারত,
জনতা হয়ে উঠল উত্তাল
ধ্বনি ছিল "বয়কট কর সাইমন কমিশন "
অসহযোগ আন্দোলনের এই
প্রবল তরঙ্গে ভাসল সবার জীবন ;
আসমুদ্র হিমাচল উঠল জেগে
জাগল প্রত‍্যেক দেশনন্দন।
হাতে তিরঙ্গা মুখে স্লোগান
উঁচু শির সবাই মহান।
প্রতিটি মানুষ ছিল শক্তিকেন্দ্র
ওরা যে ভারতসন্তান!
পাঞ্জাব কেশরী লালা লাজপত রায়
লাহোরে আন্দোলনে নেতৃত্ব দিল
তাই প্রতি মোড়ে সৈন্য ছিল মোতায়েন
অহিংস এই আন্দোলন করবে চূর্ণ
ইংরেজ শাসকের ছিল দৃঢ পণ।
তাই পথ রুদ্ধ করে দাঁড়াল সেনা
দাঁড়াল আন্দোলনকারী প্রতিপক্ষ
ভয়ের কাছে মানল না হার
এগোতে থাকল যেন হবে যুদ্ধ।
তখনই ইংরেজ বেয়নেট দিয়ে চার্জ করল
লালাকে ধরে পাশবিক হিংস্রতায় আঘাত করল।
দু সপ্তাহ পরে আহত অবস্থায়
পাঞ্জাব কেশরী হার্টফেল করল।
শোকের লহরীতে উন্মাদ হল ভারতবাসী
উথালপাতাল হল ভারতের প্রতি কণ
রইল না কেউ ঘরে বসে
"প্রতিশোধ চাই "করল সবাই পণ।
"এ খুনের বদলা খুন দিয়ে করব"
ভগত সিং করল প্রতিঙ্গা ভীষন।