রাত ছিল তমসা ঘেরা
নীরব নিঃশব্দ ;
পৃথিবী তখন ঘুমিয়ে ছিল
ভগত সিং নিস্তব্ধ।
প্রতিশোধের আগুন জ্বলছিল মনে
শান্তির ঘুম আসছিল না ;
অত লোকের চোখের সামনে
লালাকে মারল মৃত্যু ধরে দিল
কোন প্রতিকার হল না।
তাই প্রতিশোধ চাই
প্রতিশোধ লালার হত‍্যার
প্রতিশোধ নির্মম অত‍্যাচারের;
ভগবান সাহায্য করবে না
মানুষের দুঃখে সান্ত্বনা দেবে না
নিজের রাস্তা নিজেকেই খুঁজতে হবে
অস্ত্রই আমাদের শক্তি জোগাবে।
লর্ড হার্ডিঞ্জের ওপর যে বোমার আঘাত হয়েছিল
পাঞ্জাবের বিপ্লবীদের কারখানায়
সে বোমা তৈরী হয়েছিল।
তারই সূত্র ধরে নানান অছিলায়
ভগত সিং গ্রেফতার হল।
পাঁচ সপ্তাহ পরে জামিনে মুক্তি পেয়ে
সম্পাদনার কাজ করছিল
এমন সময় খবর এল
পুলিশ সুপার স্কট আসছিল
ভগত সিং আর দুই বিপ্লবী
সেই রাস্তা ধরল;
প্রতিশোধের যে আগুন
ধিকি ধিকি জ্বলছিল;
হাওয়া পেয়ে সে আগুন
দাবানলের মত জ্বলে উঠল।