যে দাবানল ভগত সিংএর
নিদ্রাহরণ করেছিল ;
প্রতিশোধের যে ভাবনা ওকে
ক্ষিপ্ত করে তুলেছিল
সেই মুহূর্ত এসে গেল
বুঝি হাতের কাছে ;
এ সুযোগ কিছুতেই নষ্ট
হবে না কালব‍্যয়ে।
স্কটের মিছিলের পেছনে
ভগত সিংরা চলল নীরবে
হঠাৎ গুলির আওয়াজ হল সামনে।
এক ইংরেজ মাটিতে পড়ে
তড়পাতে লাগল ;
তার ওপরে ভগত সিং
আরও গুলি বর্ষাল।
মরল ইংরেজ লুটাল ধূলায়
কিন্তু সে ত স্কট ছিল না ;
সে ছিল স্কটের জুনিয়র স‍্যান্ডার্স
তাই মন ভরল না।
ভগত সিং সঙ্গী বিপ্লবী
সুখদেব আর রাজগুরুকে নিয়ে
কোথায় গেল কেউ জানল না।
গোয়েন্দারা ঘুরছিল দিকে দিকে
চিরুণী খোঁজা চলছিল প্রতি ইঞ্চিতে ;
কিন্তু ওরা অদৃশ্য হল মেঘনাদের মত
ইংরেজ খুঁজতে থাকল অবিরত।