যখন আসবে ভৈরব নাচের ছন্দে
ডমরু বাজবে তালে তালে;
নাচবে তখন ভূতপিশাচ
মানুষ মরার গন্ধ পেয়ে।
আসবে মড়ক নররাক্ষস
জরাসন্ধ আসবে ধেয়ে ;
অত‍্যচারী দানব এল
যুদ্ধ থামাও যুদ্ধ থামাও
মানবাত্মা হেঁকে বলে ;
পুতিন মানে না কোনো কথাই
রক্তপিপাসা তার বেড়েই চলে ;
তাই এস ভৈরব কাল হয়ে
মারণাস্ত্রের প্রবল আঘাতে
এস সৈনিক দেশভক্তির প্রবল টানে
এস জীবন মরণ পণ রেখে ;
এস মেঘনাদ হানো বজ্র
অলক্ষ‍্যে মেঘে ঢেকে
অত‍্যাচারীর শেষ হোক
মহামায়ার বধ‍্যধামে।
যখন ধর্মের নামে অধর্ম হয়
পাপে বিশ্ব ছেয়ে থাকে ;
তখনই তোমার হয় আবির্ভাব
বিশ্বরক্ষায় চক্র হাতে।
আবার এস রণসাজে সৃষ্টি বাঁচাও
বিনাশো পাপে;
প্রার্থনা করি হে ঈশ্বর
বর দাও বর দাও ধর্মাত্মাকে।