নামটি তার শান্তিময়ী
অফিসের খাতায় লেখা ;
অর্থকোষের ভার ছিল তার
হিসাব রাখত পাক্কা।
ম‍্যানেজার আমি
এসেছি হেথায় মাস ছয়েক হল;
এল পনেরো আগষ্ট  স্বাধীনতা দিবস
অফিসে উৎসব হল।
সেদিন সন্ধ্যায় গানের জলসায়
পরিচয় হল;
সুরের তানে মধুর গানে
সবে রোমাঞ্চিত হল।
যৌবনের ডাক এল মৃদু মন্থর পায়ে ;
মিলন  হলো মোদের তখন
আইনে সাক্ষ‍্য রেখে।
অনেক বছর পার হল মোদের
হাস‍্য লাস‍্যভরে;
ছেলেরা বড় হল
প্রাণ ভরল এ সংসারে।
জীবনে জোয়ার এল
ভরা নদীর মত;
সুখের স্রোতে ভেসেছিলেম
কল্পলোকের মত।
এল একদিন ঝড় ঝঞ্ঝা
আমাদের ভাগ‍্যাকাশে;
মৃত্যু এসে ছিনিয়ে নিল
শান্তিরে বিধির নির্দেশে।
সেই হতে তারে খুঁজে ফিরি আমি
নাই ওরে কোথাও সে নাই ;
আকাশ বাতাস বার্তা নিয়ে ফেরে
প্রতিধ্বনি বলে নাই ও ত নাই।
আঁধার আসে সূর্য অস্তে গেলে
তারারা জ্বলে আকাশে ;
চাঁদ আসে মিষ্টি হেসে
জোনাকিরা গেয়ে যায় ;
শুধু আমি পড়ে থাকি পথের ধারে
আমার চাওয়া কভু না ফুরায়।