বলব না সে ত বলব না
সে যে মনের কথা ;
কেউ জানবে না জানবে না
কিছু আমার ভাষা।
আমি যে একা আছি
জীবনটাকে ভালোবাসি
উৎসবের জীবনটাকে
কেন দিই কিছু ফাঁকি।
যা নেই তা ত চাই না
ভালোবাসার ফাঁকিতে ভুলব না
একা থাকি ভালো থাকি
আর কিছু ত চাই না।
আমার জীবনটা ত আমারই আছে
অনুতাপ কিছু নাই খুশীই আছে
তবুও এ জীবনে
কি জানি কি আছে মনে
সে কথা ত কাউকেই বলব না।
জীবনটা যেন এক বিস্ময়
চাই না যা তাই কেন হয়।
কে যেন ডাকল দূরে
এলো বুঝি অভিসারে
কে জানে এ কি করে হয়।