ভালো লাগে না
কিছু ভালো লাগে না।
যখন আঁধারের পর্দা
ফেটে আলো আসে ;
পাখিরা কেঁদে ওঠে
তখন কিছু ভালো লাগে না।
যখন চিতার মতো আগুন
জ্বলে সকালবেলায় ;
আকাশের ভালে
তখনও কিছু ভালো লাগে না।
সূর্য যখন সমস্ত পৃথিবীতে
তেজের আগুন জ্বালিয়ে দেয়;
পাখিরাও বাড়ি ছাড়ে না
তখন কারও ভালো না।
যখন লোকের ঘাম ঝরে
কাজের ভারে
ঘাম শুকাতে চায় না
তখনও ভালো লাগে না।
পশ্চিম আকাশ রঙ ছড়ায়
আর সূর্যি ডুবি ডুবি হয় ;
বিচ্ছেদ আসন্ন হয়
তখনও ভালো লাগে না।
সূর্য তারপর অন্ধকারে ঝাঁপিয়ে পড়ে
দৃষ্টি শক্তি কমে যায়
তখনও কি ভালো লাগা যায়?
যদি রণবাদ‍্য আর না বাজে
মানুষ হিংসা ছেড়ে দেয়;
মানুষের রক্ত ক্ষয় না হয়
ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়
তখন ভালো লাগে।
মানুষ দুঃখ বিপদ
ভাগ করে নেয়;
আদর্শ পথে চলার চেষ্টায়
এগিয়ে যায়
তখনও ভালো লাগে।