জীবন নদীর প্রবল স্রোতে
ভাসব না ;
ঢেউয়ের পরে ঢেউ এলে
পা পিছলে পড়ব না।
পাহাড়ের মতো অচল হব
ঝঞ্ঝা বিপদ সবই স'ব ;
সঙ্গী বিহীন অনন্ত পথে
ভয় পেয়ে আমি থামব না।
যখন রূপ রস গন্ধের অভাব হবে
জীবন যখন নীরস হবে ;
বাঁচার আশা ছেড়ে দিয়েও
হাসতে যেন ভুলি না।
জীবন একদিন চলেই যাবে
বিধির নিয়ম এই ভবে;
তাই হাসতে হাসতে চলে যাব
ম‍ৃত‍্যুকে ভয় পাব না।