ব্রিটিশ রাজের আঁধার দিনে
বিপ্লবীরা লুকিয়ে বেড়াই সংগোপনে।
সেদিন রাত হলো নিঝুম
তারাদের চোখে নেই ঘুম।
কালো ওড়না বিছিয়েছে
আকাশটা তখন ঘুমিয়ে পড়েছে।
সেই রাতে ঝিঁ ঝিঁ ডাকা শব্দে
একলা চলেছি গাঁয়ের পথে
হঠাৎ কার অট্টহাসে
ভীষণ ভয় পেয়েছি।
চারিদিকে তাকিয়ে দেখেছি
কোথায় যেন ছায়া মূর্তি দেখি;
আবার সেই অট্টহাসি শুনি।
ভয়ার্ত পদে চলেছি
লক্ষ্য স্থির করে চলেছি;
ও মা! গাছের মাথায়
নবজাত শিশুর কান্না শোনা যায়।
ভয়! ভয়! ভয়!
ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায়
আগ্নেয়াস্ত্র বার করে
চারিদিকে খুঁজে বেড়াই।
কিন্তু কেউ কোত্থাও নাই
শুধু মাঝে মাঝে ছায়া মূর্তি
ভেসে যায়।
আমি তখন দৌড়ে দৌড়ে
সে অরণ‍্য পার হতে চাই।
হাত পা তখন বিবশ হয়ে
মাটিতে গেঁথে যেতে চায়।
এমন সময় কোথা হতে
নরমুন্ড জোরে হেসে ওঠে ;
তাই আরও দৌড়াই
তবু রাস্তা নাহি পাই।
পড়ে থাকি রাস্তার পাশে
জ্ঞান হারিয়ে ;
দোকানী এসে জল ছিটিয়ে
আনল জ্ঞান ফিরিয়ে।