মানব না!মোরা মানব না,মানব না!
ধনী দরিদ্রের এতো ভেদ মানব না।
ধনীর ঘরে শতকোটি জমে নির্ধন
খাবার পায় না;
চাকরি খোঁজে পায় না ত কভু
যোগ্যের আদর হয় না।
হিন্দু মুসলমান ভেদে করায় মারামারি
খুনোখুনি;
ধর্ম কোথায় ভুলে সবে করায় হানাহানি।
ন‍্যায় অন‍্যায় নিজেরা বানায় আপন
স্বার্থবশে;
ধনীদের তরে সবকিছু আছে নির্ধন
বাঁচে আশ্বাসে।
কারো আছে ঘরে অগাধ সুখ কেহ
বা ধুলায় লুটায়;
কেহ বা জীবন করিছে রঙিন কেহ
মরে ক্ষুধায়।
বিশ্বপিতার সাম‍্যের দেশে অসাম‍্য
আছে ছেয়ে ;
দুর্বলের দল আপোষ করে বেদনাভরা
চিত্তে।