কি এমন দুঃখ আমার
বুঝতে পারি না ;
মনের আকাশ মলিন কেন
কেন জানিনা।
সূর্য ওঠে সোনা রঙ নিয়ে
বাতাস আসে তার মন্ত্র নিয়ে
দিগন্ত বলে উদার হতে
তবু মন কেন খুশী হয় না।
দুঃখের মেঘ ধরছে ঘিরে
ভালোবাসা ছিল গেছে দূরে সরে
সোনার সূর্য রঙ বদলালে
মেঘ তখন গেল দূরে।
তারপর সূর্যের চাবুক চলবে সারাদিন
দুঃখের বোঝা বইব কতদিন
তাই ভেবে দুঃখ এলো
যারে চাই পাইনি তারে
তাই ভোরের বেলায় দুঃখ এলো।