ভুলে যাও তোমরা আমায় ভুলে যাও!
যখন গাছে গাছে গাইবে পাখি,
বাতাস বলবে সবে ডাকি,
কিছু নাই আর দিতে বাকি,
গানের সুরে ভরিয়ে দাও।
তখন আনন্দময়ীর আগমনে,
তোমাদের প্রাণ উঠবে ভরে,
জীবনে জীবন মিলন হবে,
ভুবনে আনন্দধারা বইবে;
শুধু থাকব আমি সঙ্গোপনে ;
আমায় তোমরা ভুলে যাও।
যখন আকাশ ভরবে রঙে রঙে,
আসবে ভ্রমর ফুলের গন্ধে,
দিকে দিকে সবাই তখন জয়গান গাইবে;
শুধু রইব আমি পথের ধারে,
সবার চোখের অন্তরালে
ভুলবে তোমরা আমায় ভুলবে।
সন্ধ‍্যাবেলায় লাল আকাশে,
পাখিরা ঘরে ফিরবে,
একে একে রাতের আকাশে
তারাগুলো জ্বলবে;
শুধু আমি তখন অন্ধকারে
মুখ লুকিয়ে থাকব;
ভুলে যাব আনন্দক্ষণ,
বল কিসের স্বপ্ন দেখব।
একদিন ছিলাম আনন্দমগন,
দেশে দেশে করেছি ভ্রমণ,
তখন সুখের রঙে রাঙিয়ে মন,
কত আকাঙ্ক্ষা করেছি।
তবু একদিন ছেড়ে গেল সবে,
দিনের পরে দিন গেছে চলে ;
শুধু বেদনার আগুনে জ্বলেছি।