"এখানে থাকা বিভীষিকা"বলছিল বৃদ্ধ
"দানবের রাজত্বে ছেলেমেয়েদের
স্কুল যাওয়া বন্ধ হল;
ব‍্যবসা বাণিজ্য দোকানদানি
লুটেরার কবলে গেল,
তাই লোকেদের আর্থিক
অবস্থার অবনতি হল।
রাতে এখানে সর্দারের লোকারা
মদ খেয়ে দাপাদাপি করে
তাই প্রাণভয়ে আমিও গেলাম দূরে।
এখানে প্রকাশ‍্য দিবালোকে লুট হয়
জনতার ইজ্জত নষ্ট হয়।
পুলিশ প্রশাসন ন‍্যায়ের জন্য
লুটেরাদের কাছে যেতে বলে ;
অসহায় জনতার হেনস্থা আরও বাড়ে।"
আঁধার আরও গভীর হচ্ছিল
বাইরে রিমঝিম বৃষ্টি পড়ছিল ;
ঘরে আমি আর বৃদ্ধ মুখমুখি বসেছিলাম
দুঃখের কাহিনি শুনছিলাম।
হঠাৎ চারজন লোক এল
বৃদ্ধকে উঠিয়ে নিয়ে চলে গেল।
বৃদ্ধের চিৎকারে কেউ
কর্ণপাত করল না
থানা মামলা নিল না।)