বিদায় মাগো বিদায়
অশ্রুধারা বইতে দিও না
রুদ্ধ করো গো তায়।
জন্মেছিলাম তোমায় মুক্ত করতে
পারিনি,এই আফসোস থেকে যায়।
ছিল না পর্যাপ্ত অস্ত্র শস্ত্র
ছিল না লোকবল ;
তবুও দেশ জাগবে এবার
রবে না ত হীনবল।
যুদ্ধ হলো শেষ
নিরব হলো পৃথিবী
অস্ত্রের ঝঙ্কারের
নেই অবশেষ।
বলল যতীন."আমার সাথীরা
নয় দোষী,দোষী আমি তোমাদের,
মৃত্যু দণ্ড আমার প্রাপ‍্য
দণ্ড দিও না সাথীদের"।
রাত পোহালে বিচার হবে
যতীন সব ব‍্যাণ্ডেজ খুলে ফেলে দিল
বিচার সইবে না ইংরেজের।
"এত রক্ত ছিল মোর শরীরে!"
যতীনের হাসি পায়;
হাসতে হাসতে স্বদেশীবীরে
কোথায় নিয়ে যায়।
কাঁদে দেশবাসী কাঁদে দেশমাতা
ধ্বনি প্রতিধ্বনি কাঁদে;
আকাশে বাতাসে
ক্রন্দনরোল ভেসে যায় ;
কোথায় যতীন সে ত
শেষ রক্তবিন্দু দিয়ে
মায়ের পূজা করে যায়।