দুঃখের অনলে জন্ম দিয়েছ
হাসি আনন্দ ক্ষণিকের;
মৃত্যু আনে পরম শান্তি
চরম মোক্ষ জীবনের।
জীবনের যাত্রাপথে শত বাধা আসে
তবু যায় না থেমে;
সময় যদি রুদ্ধ হয় জীবন চলে
অনন্তের সন্ধানে।
জীবনের হিসাব মেলায় না কভু
ব‍্যর্থতা ছেয়ে রয়;
অভাব কখনও পূর্ণ হয় না
তাই আশা গতিময়।
অজানা অচেনা যাত্রাপথে
আঁধার ছেয়ে থাকে ;
অনিশ্চয়তা জড়িয়ে থাকে
নিশ্চয়তার সাথে।
সঙ্গী সাথী যারা ছিল
সঙ্গ দিল এই যাত্রাপথে;
নিমেষে তারা হারিয়ে গেল
নিঃসঙ্গ করেছে মোরে।
বিরহ বেদনায় দিন চলে যায়
মৃত্যু কামনা লয়ে;
তবুও সে আকাঙ্ক্ষা পূর্ণ হয় না
বিধির বিধান বলে।