জীবনের  ধারা শুকায় না যেন
সময়ের অগ্নিবাণে;
বিজ্ঞান দেবে তীব্র গতি
প্লাবন আসবে মনে।
জরারাক্ষসী পরাজিত হবে
মানবের বিজ্ঞানে।
মানুষের হবে স্বেচ্ছামৃত‍্যু
যমের বাণী না শোনে।
মঙ্গল গ্রহ জয় করবে মানুষ
বিজ্ঞানের রথে চড়ে ;
হয়ত অমৃতের সন্ধান পাবে
জীবন অমর হবে।
প্রকৃতি দেবে অতুল সম্পদ
ব‍্যবসা শিখরে যাবে ;
মহাধনী হবে পৃথিবী মোদের
সমুদ্র জয় করবে।
তবুও ভগবান তোমার ব্রহ্মাণ্ডে
তোমারই নিয়ম চলবে  ;
মানুষের দেহ হবে নশ্বর
প্রাণ তুমিই দেবে।