এখন যারা আছে নিম্ন স্তরে
হেয় বলে যাদের সবে ঘৃণা করে ;
কাল তারা বিপ্লব ঘটাবে
সমাজ বাঁধন  সব ছিঁড়ে যাবে;
অত‍্যাচারীর থাকবে না রাজ
শোষণের শেষ হবে।
আসছে সেদিন আসছে।
মানুষেরে মানুষ সমান ভাববে;
বিশ্বমায়ের সন্তান সবে;
হেয় মানুষ একতাবদ্ধ হবে
মানবিক নিয়ম লাগু হবে।
আসছে সেদিন আসছে।
যোগ্য লোকের আসবে সময়
সমতার বাণীতে উদ্বেলিত বিশ্বময়;
ঘৃণার সভ‍্যতার হবে শেষ সময়।
সব কাজের সম মূল্য পাবে
অভিমান কারও থাকবে না যে;
ছোট বড় কেউ মনে আনবে না
বিদ্বেষ বিষ ছড়াবে না।
আসছে সেদিন আসছে।
তাই বিপ্লবের বাণী আসবে
দৃঢ়মনে সবে এগিয়ে যাবে ;
সমাজের ধাঁচা পালটে যাবে
আফসোস কারও থাকবে না
হেয় বলে দূরে ঠেলবে না।
আসছে সেদিন আসছে।