তখন আশফাকুল্লা
ক্লাস সেভেনের ছাত্র ;
একদিন পুলিশ সেই
স্কুলে রেড করল।
এক ছাত্র রাজারাম ভারতীয়কে
গ্রেফাতার করল।
তারা বিপ্লবী ছিল
মৈনপুরী মামলায় লিপ্ত ছিল
তাই শুনে আশফাকুল্লা
বিপ্লবের দিকে ঝুঁকল।
পরে রামপ্রসাদ বিসমিলের
সঙ্গে পরিচয় হল।
যেন চন্দ্র সূর্যের মিলন হল।
দুজনেই কবি উদারচেতা
যাদের কাম‍্য হল
ভারতের স্বাধীনতা।
গান্ধীজীর আন্দোলন বিফল হল
ওরা "হিন্দুস্তান রিপাবলিকান
এ‍্যাসোসিয়েসন"
স্থাপনা করল।
বড়ো কাজ করতে গেলে
বড়ো অর্থের প্রয়োজন হল
তাই ইংরেজদের পিছু -লাগা
জমিদারদের ধন লুটল।
ইংরেজ শাসক হিন্দু মুসলমান ভেদে
ঝগড়া লাগাবার চেষ্টা করল
আশফাকুল্লা বলল,"ফুট ডাল কর
শাসন কি চাল
হাম পর কোই অসর নেহী হোগা
আউর হিন্দুস্তান আজাদ হোগা "।