অসন্তোষ অসন্তোষ
চারিদিকে শুধু অসন্তোষ ;
ভুবন ছেয়ে গেল অসন্তোষে
ছোট খাটো আন্দোলন
চলছিল ভারত জুড়ে।
বিদেশে ইংরেজ বলছিল
সব আছে শান্তিতে এখানে ;
কিন্তু তাদের অত‍্যাচার
চলছিল রমরমিয়ে।
বিপ্লব হচ্ছিলো এখানে সেখানে।
শান্তি কোথাও ছিল না
কোথায় কি হবে কেউ জানে না।
আশফাকুল্লা রামপ্রসাদ চাইল
বড়ো কিছু করবে
কিন্তু অর্থ কোথায়
অর্থ কোথায় পাবে
একদিন ট্রেনে যেতে যেতে
রামপ্রসাদ ভাবল
সরকারি খাজনা যায় ট্রেনে
হয়ত এটাই সুযোগ হল।
ওই খাজনা লুট করলে
অনেক অর্থ পাওয়া যাবে
অনেক বড় কাজ করা যাবে।
তাই আটই আগষ্ট
উনিশ শ পঁচিশ সালে
বিপ্লবীরা মন্ত্রণায় বসল
শাহজাহান পুরে।
ন আগষ্ট সরকারি খাজনা
লুট হল কাকোরিতে।
কিন্তু এক ভদ্রলোক স্ত্রীকে দেখতে
যাচ্ছিল পাশের কামরায়
বিপ্লবীদের গুলিতে প্রাণ হারাল
মিথ্যে আশঙ্কায়।