ধরপাকড় চলতে থাকল
সারা দেশ জুড়ে
রামপ্রসাদ বিস্মিল পড়ল ধরা
এক মাসের ভেতরে।
শুধু আশফাকুল্লা পালিয়ে গেল
কোনো দিক দিয়ে।
গেল বেনারস তারপর বিহার
কোনো ইনজিয়ারিং কোম্পানিতে
দশ মাস কাজ করল বেনামে।
বিদেশ যাবার ইচ্ছে ছিল
তাই দিল্লি গেল রাস্তার খোঁজ করতে
সেখানে দেখা হলো পাঠান বন্ধুর সঙ্গে।
সে আশ্রয় দেবার ছলনায়
পুলিশে ধরিয়ে দিল ওকে।
দুখী আশফাকুল্লা বলল
"যাউঙ্গা খালি হাত
মগর এ দর্দ সাথ হী যায়গা
জানে কীস দিন হিন্দুস্তান
আজাদ বতন কহলায়গা
বিস্মিল হিন্দু হ‍্যয় কহতে হ‍্যয়
'ফির আউঙ্গা ফির আউঙ্গা
ফির আকরকে এ ভারত মাঁ
তুঝকো আজাদ করাউঙ্গা'
জী করতা হ‍্যয় ম‍্যয় ভী কহ দুঁ
পর মজহবসে বঁধ যাতা হুঁ
ম‍্যয় মুসলমান হুঁ পুনর্জন্ম
কি বাত নেহী কর পাতা হুঁ
হাঁ খুদা অগর মিল গ‍্যয়া
কঁহী আপনী ঝোলি ফ‍্যালা দুঁঙ্গা
আউর জন্নতকে বদলে
উসসে এক পুনর্জন্ম হী মাঙ্গুগা"।